ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে গোটা নিউজিল্যান্ড। দেশের ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলোতে কমপক্ষে ৩৮ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশের বর্তমান আবহাওয়া পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ হিসেবে আখ্যা দিয়ে নিউজিল্যান্ডজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরান ম্যাকআনাল্টি।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে সবচেয়ে বড় শহর অকল্যান্ডের ৫০টি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কেননা সেখানে একটি ৯০ ফুট উচ্চতার টাওয়ার ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কিয়েরান ম্যাকআনাল্টি বলেছেন, ‘জরুরি অবস্থার আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রমে কেন্দ্র সরকার থেকে বিশেষ সহায়তা করা হবে। যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য জরুরি জিনিসপত্র সরবরাহও করবে সরকার।’
অন্যদিকে দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সাড়ে ১১ মিলিয়ন নিউজিল্যান্ড ডলারের সহায়তা তহবিল ঘোষণা করেছেন।
উল্লেখ্য, কয়েকদিন আগে আকস্মিক বন্যার কারণে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে চারজনের প্রাণহানি ঘটে। সেখানে এখনও পুনরুদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh