তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

ভয়াবহ ভূমিকম্পের ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি তুরস্ক-সিরিয়া। দেশ দুটিতে শক্তিশালী ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়েছে। শুধুমাত্র তুরস্কেই নিহত হয়েছেন ৪৪ হাজার ২১৮ জন। সিরিয়ায় মারা গেছে ৫ হাজার ৯১৪ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারির ৭.৮ মাত্রার প্রথম ভূমিকম্পটি দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায় আঘাত হানে। তার কিছুক্ষণ পরেই ৭.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। পরিমাপ করা হয়েছিল। এএফএডি অনুসারে, এই  অঞ্চলটিতে তখন থেকে  ৯ হাজারেরও বেশি আফটারশকে দ্বারা কেঁপে উঠেছে।  

স্বেচ্ছাসেবক ২ লাখ ৪০ হাজার উদ্ধারকর্মী তুরস্কের ১১টি  ভূমিকম্প-বিধ্বস্ত প্রদেশে এখনও উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে জীবিতদের উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি।

শুধুমাত্র তুরস্কের দুর্যোগ এলাকা থেকে প্রায় ৫ লাখ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তুর্কি সরকার জানিয়েছে, ১ লাখ ৭৩ হাজার ভবন ধসে পড়েছে। প্রায় ১৯ লাখ মানুষ বেশি লোক অস্থায়ী আশ্রয় বা হোটেলে আশ্রয় নিয়েছে।

তুরস্কের প্রায় ২ কোটি  মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জাতিসংঘের অনুমান করছে সিরিয়ায় প্রায় ৪৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশটিতে গৃহযুদ্ধের  কারণে ইতোমধ্যেই মধ্যেই অনিশ্চিত পরিস্থিতিতে বসবাস করছেন কয়েক লাখ মানুষ।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //