হংকংয়ে ৪২ তলা ভবনে ভয়াবহ আগুন

হংকংয়ের কাউলুন জেলায় নির্মাণাধীন ৪২ তলা ভবনে আগুন লেগেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা আশপাশের কয়েকটি ব্লকের বাসিন্দাদের সরিয়ে নিয়েছেন।

আজ শুক্রবার (৩ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্টরা কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) রাত ১১টা ১১ মিনিটে ঘনবসতিপূর্ণ সিম শা সুইয়ের কেন্দ্রস্থলে আগুন লাগে। এটি একটি জনপ্রিয় শপিং মার্কেট ও পর্যটন জেলার পাশে অবস্থিত।

আগুন ছড়িয়ে পড়তে পারে এমন উদ্বেগের মধ্যে শুক্রবার ভোরের দিকে তিনটি ভবনে বসবাসকারী প্রায় ১৩০ জনকে সরিয়ে নেওয়া হয় অন্যত্র।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে সরকারের তরফে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো কাজ চলছে।

পুলিশ জানিয়েছে, তিনটি সংলগ্ন ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়। শেরাটন হংকং হোটেল অ্যান্ড টাওয়ারেও আগুন লেগেছিল, তবে পরে নিভে গেছে। কোনো আগুন লাগার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি এখনো।

৪২ তলা গগনচুম্বী এই ভবনটির নির্মাণ কাজ প্রায় হচ্ছিল। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //