ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে পৌঁছেছেন জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর মঙ্গলবার (৭ মার্চ) তৃতীয় দফায় দেশটিতে সফরে যান তিনি।
জাতিসংঘের বরাত দিয়ে বুধবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে অ্যান্তোনিও গুতেরেস মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে পৌঁছেছেন বলে জাতিসংঘ জানিয়েছে।
জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেছেন, গুতেরেস ‘বর্তমানে ইউক্রেনে আছেন’। এর আগে কিয়েভ যাওয়ার জন্য মহাসচিব পোল্যান্ডে পৌঁছেছেন বলে জানিয়েছিলেন জাতিসংঘের কর্মকর্তারা।
এএফপি জানিয়েছে, বুধবার সকালে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের আগে অ্যান্তোনিও গুতেরেসের মঙ্গলবার রাতে ইউক্রেনের রাজধানীতে পৌঁছানোর কথা ছিল। বৈঠক শেষে ওই দিন তিনি ইউক্রেন ত্যাগ করবেন এবং বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ফিরে আসবেন।
ফারহান হক বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তার (অ্যান্তোনিও গুতেরস) আলোচনার বিশদ বিবরণ আমরা আপনাদের দেব।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh