বিশ্বজুড়ে করোনা: কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩১৬ জনের মৃত্যু এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৯৮৬ জন। এর আগে গতকাল শনিবার (১১ মার্চ) মৃত্যু হয়েছিল ৩৯৮ জনের এবং শনাক্ত ৭৬ হাজার ৮০১ জন।

আজ রবিবার (১২ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২ হাজার ২৪১ জন আক্রান্ত হয়েছেন রাশিয়ায়। মৃত্যুর শীর্ষে জাপান। দেশটিতে ১১৮ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৫ জন এবং মারা গেছেন ১৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৬৭ জন এবং মারা গেছেন ৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬১৮ জন এবং মারা গেছেন ৪৮ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৩৩ জন এবং মারা গেছেন ১৪ জন।

এখন পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ১৯৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ১১ হাজার ৬৭২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //