কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১১

কলম্বিয়ার মধ্যাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। খনির ভেতরে ১০ জনের বেশি শ্রমিক আটকা পড়েছেন। 

গত মঙ্গলবার (১৪ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কয়লা খনিটি রাজধানী বোগোতা থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে সুতাতাউসা এলাকায় অবস্থিত।  

বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা। অভিযান চালিয়ে হতাহতদের খনির ভেতর থেকে উদ্ধারে অভিযান শুরু হয়। তবে এখনও ওই খনির ভেতরে বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

এছাড়া আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

এদিকে বিস্ফোরণের কারণ হিসেবে প্রাথমিকভাবে খনির ভেতরে জমে থাকা গ্যাসের কথা বলছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে মূল কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।  

তেল ও গ্যাস কলম্বিয়ার আয়ের প্রধান উৎস। তবে প্রায়ই দেশটির বিভিন্ন খনিতে দুর্ঘটনার খবর পাওয়া যায়। এতে প্রতি বছরই প্রাণ হারান অনেক শ্রমিক।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //