বিশ্বজুড়ে করোনায় ১৯৬ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৯৬ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৪০১ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৮৮৩ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ২৬ হাজার ৫২৪ জন।

আজ রবিবার (২৬ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারস অনুযায়ি, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২ হাজার ৩৮২ জন আক্রান্ত হয়েছে রাশিয়ায়। মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল জাপান। দেশটিতে ৪৪ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০৪ জন এবং মারা গেছেন ৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৫৫ জন এবং মারা গেছেন ৬ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৯ জন এবং মারা গেছেন ১৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৪ জন এবং মারা গেছেন ২৫ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৪ জন এবং মারা গেছেন ১৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //