সু চির দল এনএলডিকে বিলুপ্ত ঘোষণা

নোবেলজয়ী অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ (এনএলডি) ৪০টি দলকে বিলুপ্ত ঘোষণা করেছে মিয়ানমারের জান্তা সরকার। নির্বাচনে অংশ নিতে নিবন্ধন না করায় এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পৃথিবীর অন্যতম নৃশংস এই সেনাবাহিনী শাসিত সরকার। 

২০২১ সালের অভ্যুত্থানে সামরিক বাহিনী এনএলডি নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করেই ক্ষমতায় বসেছিল। ওই অভ্যুত্থান এবং অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে দমনপীড়ন পার্লামেন্টে আসন থাকা যেসব দলকে ভয়ঙ্কর রকম দুর্বল করে দিয়েছে, এনএলডি তার অন্যতম। নির্বাচনের তারিখ ঘোষিত না হলেও মঙ্গলবার ছিল নির্বাচনে অংশ নিতে নিবন্ধন করার শেষ দিন; তার মধ্যে ৬৩টি দল স্থানীয় ও জাতীয় পর্যায়ে নিবন্ধন করেছে বলে মিয়ানমারের রাষ্ট্র-পরিচালিত মায়াবতী টিভির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মায়াবতী টিভি মঙ্গলবার বিলুপ্ত ঘোষিত ৪০টি দলের নামও জানায়।

এনএলডিসহ মূল দলগুলোকে বিলুপ্ত ঘোষণা করায় নির্বাচন হলে তাতে সামরিক বাহিনীপন্থি ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিই (ইউএসডিপি) জিতবে বলে অনুমান করা হবে। এই দলটি ২০১৫ ও ২০২০ সালের ভোটে এনএলডির কাছে বিপুলভাবে পরাজিত হয়েছে।

নির্বাচন হলেও তা মিয়ানমারকে গভীর সংকট থেকে উদ্ধার করবে কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। দেশটির সামরিক বাহিনীকে এখনও বিভিন্ন ফ্রন্টে জাতিগত সংখ্যালঘু ও অভ্যুত্থানবিরোধীদের সশস্ত্র বাহিনীর সঙ্গে লড়তে হচ্ছে।

এনএলডির ঊর্ধ্বতন কর্মকর্তা টুন মিন্ট বলেছেন, অসংখ্য নেতাকর্মী জেলে কিংবা ‘বিপ্লবে জড়িত থাকার’ সময় এনএলডি কখনোই নির্বাচনের জন্য নিবন্ধিত হবে না। ‘তারা আমাদের দলকে বিলুপ্ত করুক বা না করুক, কিছু আসে যায় না। আমরা জনগণের সমর্থন নিয়ে দাঁড়িয়েই থাকব,’ রয়টার্সকে বলেছেন টুন মিন্ট।

জান্তা যাদেরকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে, সেই ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) বলছে, নির্বাচন আয়োজনের এখতিয়ারই নেই সামরিক বাহিনীর। ‘জনগণের ইচ্ছাকে যারা সম্মান করে, সেসব রাজনৈতিক দল কখনোই নিবন্ধন করবে না,’ বলেছেন এনইউজির মুখপাত্র কেয়াও জ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //