ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ৩১

ফিলিপাইনের একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩১ পানিতে ডুবে গেছেন অথবা আগুনে পুড়ে মারা গেছেন।

স্থানীয় সময় গতকাল বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় দেশটির দক্ষিণের বাসিলান প্রদেশের কাছাকাছি সমুদ্রে ফেরিতে আগুন লাগে।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফেরিতে কমপক্ষে ২৫০ যাত্রী ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজন আরোহী নিখোঁজ রয়েছেন।

দক্ষিণ মিন্দানাও অঞ্চলের কোস্ট গার্ড প্রধান কমোডোর রেজার্দ মারফে জানান, শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থেকে আগুন ছড়িয়ে পড়ে। ফেরির মোট যাত্রী ধারণক্ষমতা ৪৩০ এর মতো।

কোস্ট গার্ডের প্রকাশিত ছবিতে দেখা গেছে ‘এমভি লেডি মেরি জয় ৩’ নামের জাহাজটিতে নলের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে এবং উদ্ধারকৃত যাত্রীদের উপকূলে নিয়ে আসা হচ্ছে।

কোস্ট গার্ড জানিয়েছে, তারা তদন্ত ও নিরাপত্তা বিশ্লেষণে সহায়তা করবে এবং সমুদ্রে তেল ছড়িয়ে পড়েছে কী না, তা পরীক্ষা করবে।

ফিলিপাইন দ্বীপপুঞ্জ প্রায় সাত হাজার ৬০০ দ্বীপের সমন্বয়ে গঠিত। দেশটির নৌযাত্রার ক্ষেত্রে নিরাপত্তার রেকর্ড খুব একটা ভালো নয়। সেখানে প্রায়ই পুরনো নৌযান অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াত করে।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে ১৩৪ জন যাত্রী বহনরত অপর ১ ফেরিতে আগুন লেগে অন্তত সাত জন নিহত হয়েছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //