যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণ চলার সময় দেশটির সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) রাত ৯টা ৩৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। 

মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র নন্ডিস থারম্যান রয়টার্সকে বলেছেন, ওই দুই হেলিকপ্টারে থাকা ক্রুদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হেলিকপ্টার দুটিতে কজন আরোহী ছিলেন সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি তিনি। 

তবে সংবাদমাধ্যম নিউ টেলিগ্রাফ এবং ডেইলি মেইল জানিয়েছে, কেন্টাকিতে এ দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। 

প্রতিবেদনে আরও বলা হয়, যে ঘাঁটিতে হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়েছে, সেটি ন্যাশভিলের ৬০ মাইল উত্তর-পূর্ব দিকের কেন্টাকি-টিনাসের ট্রিগ কাউন্টিতে। ওই ঘাঁটিতে ১০১তম এয়ারবোর্ন রেজিমেন্ট এবং ১৬০ স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা থাকেন। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বছরের জুলাইয়ে ৫০ লাখ ডলার খরচ করে ওই হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করা হয়।  

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফোর্ট ক্যাম্পবেল থেকে প্রথমবারের মতো একটি ইউএইচ-৬-আলফা ব্ল্যাকহক হেলিকপ্টার মানুষ ছাড়াই উড়ানো হয়। তাই এই দুর্ঘটনার পেছনে এ প্রোগ্রামের কোনো ত্রুটি আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এখন পর্যন্ত হেলিকপ্টার দুটির মুখোমুখি এ সংঘর্ষের সুনির্দিষ্ট কোনো কারণও জানা যায়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //