শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার পূর্ব উপকূল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। এতে হতাহতের বিষয়ে এখনও কিছু জানান যায়নি। তবে দেশটির পূর্বাঞ্চলীয় কামাচাটকা উপদ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় গতকাল সোমবার (৩ এপ্রিল) রাশিয়ার পূর্ব উপকূলে এ ভূমিকম্প আঘাত হানে।

দেশটির জরুরি দুর্যোগ মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণে এবং ভূমি থেকে প্রায় ১০০ কিলোমিটার গভীরে। 

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে কিছু জানা না গেলেও, রাজধানী মস্কো থেকে ছয় হাজার ৮০০ কিলোমিটার পূর্বে অবস্থিত কামচাটকা উপদ্বীপের বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। 

এছাড়াও, আরও বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়। ভূমিকম্পের সময় বহু বাসিন্দাকে ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। 

ভূমিকম্পের পরপরই দুর্যোগকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয় উদ্ধারকারী সংস্থা। এ সময় বিভিন্ন আবাসিক এলাকার ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শনে গিয়ে ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ করতে দেখা গেছে তাদের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //