ফের আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা

ফের পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র ইসরাইলি পুলিশ আল-আকসা মসজিদের কক্ষে গতকাল বুধবার (৫ এপ্রিল) রাতে ফের হামলা চালিয়েছে। এ নিয়ে পরপর দ্বিতীয়বার ফিলিস্তিনি মুসল্লি ও ইবাদতকারীদের ওপর হামলা করল ইসরায়েল।

এদিকে পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলার ঘটনায় অধিকৃত পশ্চিম তীরজুড়ে সংঘর্ষ শুরু হয়েছে। ইসরায়েলি বাহিনী আল-আকসা প্রাঙ্গণে হামলার পর অধিকৃত পশ্চিম তীরে যে সংঘর্ষ শুরু হয়েছে তাতে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ফিলিস্তিনি কর্মকর্তাদের উদ্ধৃত করে খবরে জানানো হয়েছে, এ সংঘর্ষে অন্তত ৪০০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। অধিকৃত পূর্ব জেরুজালেমের আতারোতের একটি থানায় তারা ইসরায়েলি হেফাজতে আটক রয়েছেন।

এদিকে আল-আকসা মসজিদে হামলা ও এর জেরে সৃষ্ট উত্তেজনা নিয়ে আলোচনায় বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //