ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের শিলিগুড়ি ও বিহার। দুই রাজ্যে একই সময় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আজ বুধবার (১২ এপ্রিল) ভোর ৫টা ৩৫ মিনিটে বিহার ও শিলিগুড়িতে ভূমিকম্পটি আঘাত হানে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) সূত্রমতে, আজ ভোর ৫টা ৩৫ মিনিটে বিহারের আরারিয়ায় কম্পন অনুভূত হয়। যার কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।
পাশাপাশি একই সময়ে কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও। যার মাত্রাও ছিল ৪ দশমিক ৩। শিলিগুড়ির ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ কম্পন অনুভূত হয়।
এনসিএসের অফিসিয়াল মিডিয়া হ্যান্ডেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছে, ৪ দশমিক ৩ তীব্রতায় এ ভূমিকম্পটি অনুভূত হয়। এছাড়া শিলিগুড়ির ১৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে অনুভূত হয়েছে কম্পন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh