যুক্তরাজ্যের নতুন উপ-প্রধানমন্ত্রী হলেন অলিভার ডওডেন

যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন অলিভার ডওডেন। গতকাল শুক্রবার (২১ এপ্রিল) তিনি এ পদে ডমিনিক রাবের স্থলাভিষিক্ত হন। 

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারে কেবিনেট অফিস মিনিস্টার পদে দায়িত্ব পালন করছিলেন অলিভার। এর আগে তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ছিলেন। গত জুনে দুটি উপনির্বাচনে পরাজয়ের পর এই পদ ছেড়ে দিয়েছিলেন অলিভার।

গতকাল যুক্তরাজ্যের নতুন বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আইনপ্রনেতা অ্যালেক্স চাক। এত দিন এই পদও সামলাচ্ছিলেন ডমিনিক রাব।

উল্লেখ্য, নিপীড়নের অভিযোগ মাথায় নিয়ে গতকাল ডমিনিক রাব পদত্যাগ করায় উপপ্রধানমন্ত্রীর পদে বসেন অলিভার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //