বিশ্বনেতাদের পাঠানো ঈদের শুভেচ্ছাবার্তা

দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এর আগের দিন শুক্রবার (২১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হয়। এ উপলক্ষে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজা, রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্মপ্রাণ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোসহ অনেকেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 


টুইটারে দেয়া ঈদ বার্তায় বাইডেন বলেন, 'জিল (মার্কিন ফার্স্ট লেডি) এবং আমি রমজান মাসের শেষে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে ঈদুল ফিতর উদযাপনকারী মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা আপনার সম্প্রদায়কে সহানুভূতিতে ভরা একটি সুখী ছুটি কামনা করি। ঈদ মোবারক!'

কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো ঈদ উপলক্ষে ৪৩ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দিয়েছেন। 'আসসালামু আলাইকুম' দিয়ে শুরু হওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'আজ কানাডাসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা রমজানের শেষ ও ঈদুল ফিতর উদযাপন করবেন। এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশি বয়ে এনেছে ঈদ। আমার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।'

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, 'ঈদুল ফিতরের শুভেচ্ছা। আমাদের সমাজে সম্প্রীতি ও সহানুভূতির চেতনা বৃদ্ধি হোক। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ঈদ মোবারক!'


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, 'বিদেশে বসবাসরত পাকিস্তানি ও বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও শুভেচ্ছা। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের গুনাহ মাফ করুন।'

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মুসলিম বিশ্বকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তারা ঈদ উদযাপনকারী দেশগুলোর আরও অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা কামনা করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //