সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৩

সুইজারল্যান্ডের পন্টস-ডি-মার্টেল এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

গতকাল শনিবার (২০ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে একটি পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয়। 

দেশটির পুলিশের এক মুখপাত্র বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ও দুইজন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা হতাহতের সংখ্যার বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি।

সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম সুইস ইনফো বলছে, কী ধরনের বিমান বিধ্বস্ত হয়েছে, কর্তৃপক্ষ সে বিষয়েও কিছু জানায়নি।

পুলিশের ওই মুখপাত্র স্থানীয় বার্তা সংস্থা কিস্টোন-এটিএসকে বলেছেন, আমরা প্রথমে নিহতদের পরিবারকে বিমান বিধ্বস্তের বিষয়ে জানাব। শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পাহাড়ে বিমান বিধ্বস্তের স্থানে ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। উদ্ধারকারী পরিষেবা এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সাময়িকভাবে ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //