টাইটানিকের কাছে মিললো ডুবোযানের ধ্বংসাবশেষ

সমুদ্রে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের কাছাকাছি একটি ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে এটিই সেই নিখোঁজ ডুবোযান টাইটান। মার্কিন কোস্টগার্ডের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে।

মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, হারিয়ে যাওয়া ডুবোযান টাইটানের খোঁজে আটলান্টিক মহাসাগরের তলদেশে নামা একটি রোবটযান টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছে কিছু ধ্বংসস্তূপ সনাক্ত করেছে।

বিবিসি জানায়, ঘটনাস্থলে থাকা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা (ইউনিফাইড কমান্ড) রোবটযানের পাঠানো তথ্য মূল্যায়ন করে দেখছেন।

এর আগে, গত রবিবার কানাডার কাছে আটলান্টিক মহাসাগরে পানির নিচে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যটকদের দেখাতে ডুব দেয় ডুবোযান টাইটান।

এর প্রায় পৌনে দুই ঘণ্টার মাথায় টাইটানের সঙ্গে পানির ওপরে থাকা নিয়ন্ত্রক জাহাজ পোলার প্রিন্সের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ডুবোযানটিতে মোট পাঁচজন আরোহী আছেন। হিসাব মতে বৃহস্পতিবার সকালের মধ্যে ডুবোযানটিতে সংরক্ষিত অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কথা।

যাত্রীদের মধ্যে রয়েছেন ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান। আরো আছেন ব্রিটিশ ব্যবসায়ী ও অভিযাত্রী হ্যামিশ হার্ডিং, ফরাসি অভিযাত্রী পল হেনরি নার্গেওলে এবং শেনগেটের প্রধান নির্বাহী স্টকটন রাশও।

মধ্য আটলান্টিক মহাসাগরের তিন হাজার ৮০০ মিটার বা সাড়ে ১২ হাজার ফুট গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিল অভিযাত্রিক দল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //