পবিত্র কোরআন অবমাননায় ক্ষুব্ধ পোপ ফ্রান্সিস

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার ক্ষোভ জানিয়েছেন ক্যাথলিক খিস্ট্রানদের প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস।

তিনি বলেছেন, মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনা তাকে ক্ষুব্ধ এবং বীতশ্রদ্ধ করেছে। বাক স্বাধীনতার প্রকাশের এমন অনুমতি দেওয়ার নিন্দা জানিয়ে তিনি তা প্রত্যাখানও করেছেন।

আজ সোমবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে,সংযুক্ত আর আমিরাতের সংবাদপত্র আল-ইত্তিহাদকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন পোপ। সোমবার প্রকাশিত ওই সাক্ষৎকারে তিনি বলেছেন, ‘যারা পবিত্র হিসেবে কোনো গ্রন্থকে বিশ্বাস করে, সবার উচিত সেই গ্রন্থকে সন্মান করা। আমি এধরনের কাজে ক্ষুব্ধ এবং বিরক্তবোধ করি।’

তিনি আরও বলেন, ‘বাক স্বাধীনতাকে কখনোই অন্যদের ঘৃণা জাননোর উপায় হিসেবে ব্যবহার করা উচিত নয়। এবং এমন বিষয় অনুমোদন দেওয়াকে সবসময় প্রত্যাখান ও নিন্দা জানানো উচিত।’

গত ২৮ জুন পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে আগে থেকে ঘোষণা দিয়ে দুই ব্যক্তি পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। তাদের এই ঘৃণ্য কাজের অনুমোদন দেয় দেশটির আদালত। এমন ন্যক্কারজনক কাজের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব,ইরানসহ অন্য মুসলিম দেশ। এছাড়াও অনেক অমুসলিম দেশও সুইডেনে পবিত্র কোরআন অবমাননার নিন্দা জানিয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //