ইউক্রেনের উত্তরাঞ্চলের শহর চেরনিহিভে রাশিয়ার হামলার জবাবে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।
গতকাল শনিবার (১৯ আগস্ট) রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪৪ জন।
রবিবার (২০ আগস্ট) রাতে এ হামলার নিন্দা জানিয়েছেন জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তিনি বলেন, আমি জানি আমাদের সেনারা রাশিয়ার এই সন্ত্রাসী হামলার জবাব দেবে। মোক্ষম জবাব।
বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, রবিবার রাতে ধারণকৃত ওই ভিডিওতে জেলেনস্কি আরও বলেছেন, ভয়াবহ এ হামলার সময় তিনি সুইডেনে ছিলেন। হামলায় ১৪৪ জন আহত হয়েছেন। যার মধ্যে ১৫ শিশুও রয়েছে। এছাড়া নিহত শিশুর নাম সোফিয়া বলে জানিয়েছেন জেলেনস্কি।
এক টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেঙ্কো জানিয়েছেন, এই হামলায় পুলিশের ১৫ সদস্যও আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগ তাদের গাড়িতে ছিলেন, কয়েকজন রাস্তা পার হচ্ছিলেন; আর কিছু মানুষ চার্চ থেকে ফিরছিলেন।
চেরনিহিভের আঞ্চলিক গভর্নর ভিয়াচেসলাভ কাউস জানিয়েছেন, আহতদের মধ্যে ৪১ জনকে শনিবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
এদিকে চেরনিহিভে রুশ ক্ষেপণাস্ত্রটি আঘাত করে একটি থিয়েটারে। হামলার সময় ওই থিয়েটারের ভেতর একটি বৈঠক চলছিল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh