এবার তাইওয়ান ও অরুণাচলকে নিজেদের দাবি করে সীমানাভুক্ত করলো চীন। সোমবার (২৮ আগস্ট) নিজ দেশের নতুন এক মানচিত্র প্রকাশ করেছে তারা। এই মানচিত্রে গোটা অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে।
আকসাই চীনের সঙ্গে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকেও চীন তাদের অংশ বলে দাবি করেছে এই মানচিত্রে।
চীনের
এই নতুন মানচিত্র সম্পর্কে
মন্তব্য করতে গিয়ে ভারতের
পররাষ্ট্র মন্ত্রী জয় শংকর বলেছেন,
চীন এমন সব ভূখণ্ড
নিয়ে নিজেদের মানচিত্র তৈরি করেছে যা
তাদের নয়। এটি তাদের
একটি পুরানো অভ্যাস। ভারতের কিছু অংশ চীনে
মানচিত্রের সঙ্গে জুড়ে দিলেই তা
বাস্তব অবস্থা পরিবর্তন করে না। আমাদের
সরকার ভারতের ভূগৌলিক সীমা সম্পর্কে খুবই
সচেতন। একটি অযৌক্তিক দাবি
করে বসলেই অন্যের এলাকা আপনার হয়ে যায় না।
খবর এনডিটিভি।
ক'দিন আগেই দক্ষিণ
আফ্রিকায় নরেন্দ্র মোদি ও শি
জিন পিংয়ের বৈঠকে সীমান্তে উত্তেজনা কমাতে আলোচনা হয়। সেই বৈঠকের
সপ্তা না পেরুতেই নতুন
করে বিতর্ক সৃষ্টি করল চীন। তবে
স্বাধীনতার পর থেকেই চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ চলে আসছে। অরুণাচল প্রদেশকে চীন দক্ষিণ তিব্বত বলে দাবি করে। ১৯৬২ সালের যুদ্ধে আকসাই চীন তারা দখল করেছিল বলে দাবি জানিয়ে আসছে চীন। ২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ানে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর লাদাখের অন্তত ২ হাজার বর্গকিলোমিটার এলাকা চীন দখলে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে ভারত সরকার তা অস্বীকার করে আসছে।
সেপ্টেম্বর
দিল্লিতে জি–২০ সম্মেলনে
যোগ দিতে সি চিন
পিংয়ের ভারত সফরের কথা
রয়েছে। এমন সময় নতুন
মানচিত্র প্রকাশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : চীন ভারত তাইওয়ান অরুণাচল জয় শংকর নরেন্দ্র মোদি শি জিন পিং
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh