ওয়াগনারকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাজ্য

রাশিয়ান ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার গ্রুপকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। এই সংস্থার সদস্য হওয়া থেকে শুরু করে সমর্থন করা অবৈধ হিসেবে বিবেচিত হবে দেশটিতে।

বিবিসি জানিয়েছে, গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান এ তথ্য জানিয়েছেন। এই বিষয়ে একটি খসড়া আদেশ দেশটির সংসদে পেশ করা হলে ওয়াগনার গ্রুপের যাবতীয় সম্পদকে সন্ত্রাসী সম্পত্তি হিসেবে শ্রেণীবদ্ধ এবং বাজেয়াপ্ত করা যাবে।

সুয়েলা ব্র্যাভারম্যান বলেন, ওয়াগনার হিংসাত্মক ও ধ্বংসাত্মক। ভ্লাদিমির পুতিনের রাশিয়ার একটি সামরিক হাতিয়ার। ইউক্রেন এবং আফ্রিকায় এর কার্যক্রম বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। তারা সন্ত্রাসী। এই বিষয়টিই নিষেধাজ্ঞা আদেশের মাধ্যমে সরল এবং পরিষ্কার করে জানিয়েছে যুক্তরাজ্যে।

ওয়াগনার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পাশাপাশি সিরিয়া, লিবিয়া এবং মালিসহ আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে রাশিয়ার হয়ে কাজ করেছে। এই গ্রুপের যোদ্ধাদের বিরুদ্ধে ইউক্রেনের নাগরিকদের হত্যা ও নির্যাতনসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //