পুতিনের ঘনিষ্ঠ বন্ধু রমজান কাদিরভ কোমায়

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও চেচেন নেতা রমজান কাদিরভের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা। তিনি আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) অসমর্থিত একটি সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, কাদিরভ এখন কোমায় রয়েছেন। তার চিকিৎসার জন্য কিডনি বিশেষজ্ঞদের মস্কো থেকে চেচেনিয়ার গ্রোজনিতে নিয়ে যাওয়া হয়েছে।

ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রি ইউসোভ বলেন, খবরটি সত্যি। আমাদের কাছে তথ্য আছে যুদ্ধাপরাধী কাদিরভের অবস্থা এখন শোচনীয়। যেসব রোগে তিনি ভুগছিলেন সেগুলোই তাকে মারাত্মক পরিস্থিতির মুখোমুখি করেছে।

ইউসোভ আরও জানান, কাদিরভ দীর্ঘদিন ধরেই রোগে ভুগছিলেন। কিন্তু কয়েক দিন ধরে তার অসুস্থতা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।

মাদকের প্রতি তীব্র আসক্তির কারণে চেচনিয়ার এই যুদ্ধবাজ নেতার শারীরিক অবস্থা গত কয়েক মাস ধরে খারাপ বলে গুজব রয়েছে। কিডনি জটিলতাসহ নানা ধরনের সমস্যায় ভোগা রমজান কাদিরভকে বিষ প্রয়োগ করা হয়েছে বলেও অনেকে ধারণা করেন।

চেচেন সরকারের বাজেটের প্রায় ৯-দশমাংশের জোগান দেয় রাশিয়া। বিশাল রাষ্ট্রীয় ভর্তুকির পাশাপাশি দেওয়া হয় পুরস্কার এবং প্রণোদনা। রাজধানী গ্রোজনিতে কাদিরভ এবং তার মিত্ররা সম্পূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করলেও, অনেক শক্তিশালী শত্রুও ছিল তার। ওয়াগনার গোষ্ঠী ছিল সেই শত্রুদের একজন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //