ফিলিস্তিনিদের হাতে ইসরায়েলি কমান্ডার আটক

ইসরায়েলে আজ শনিবার (৭ অক্টোবর) অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজন বেসামরিক মানুষ ও সেনাকে ধরে নিয়ে গেছে ফিলিস্তিনের সর্মথকগোষ্ঠী হামাস।

ধরে নিয়ে যাওয়াদের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক কমান্ডার মেজর জেনারেল নিমরোদ আলোনি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের কমান্ডার ছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে, খালি পায়ে, অর্ধ উলঙ্গ ও আন্ডারওয়্যার পরা অবস্থায় নিমরোদ আলোনিকে টি-শার্টের কলার ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে।

হামাসের রাজনৈতিক উইংয়ের উপপ্রধান সালেহ আল-অরোরি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলের কয়েকজন ‘জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে’ আটক করে নিজেদের জিম্মায় নিয়েছেন তারা।

তিনি বলেছেন, আমাদের হাতে যে কজন ইসরায়েলি আছেন তাদের মাধ্যমে আমাদের সব বন্দিকে মুক্ত করা যাবে। আমরা দখলদার সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের আটক করেছি। অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন, সঙ্গে ইসরায়েলিও নিহত হয়েছেন এবং অনেকে বন্দি আছেন। আর যুদ্ধ এখনো সর্বোচ্চ পর্যায়ে আছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম এন১২ নেটওয়ার্ক জানিয়েছে, হামাসের সশস্ত্র যোদ্ধারা অন্তত ৫০ বেসামরিককে নিজেদের জিম্মায় নিয়েছে।

তবে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ (আইডিএফ) মেজর জেনারেলকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

সূত্র: পার্স টুডে


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //