যুক্তরাষ্ট্রই ডলারের প্রাধান্য কমিয়েছে: ইলন মাস্ক

বিশ্বের বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ডলারকে অস্ত্র হিসেবে অতিমাত্রায় ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, তাই অনেক দেশই এখন নিষেধাজ্ঞার প্রভাব কাটাতে ডলারে কম লেনদেন করছে।

গত সোমবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রখ্যাত মার্কিন উদ্যোক্তা ডেভিড স্যাচের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইলন মাস্ক।

টেসলা, স্পেসএক্স ও এক্সের মালিক ইলন মাস্ক বলেন, ‘বিশ্বের অনেক দেশই ডি-ডলারাইজেশনের দিকে যাচ্ছে। কারণ, আমরাই (যুক্তরাষ্ট্র) এমনটা করতে বাধ্য করেছি। এমনকি (যুক্তরাষ্ট্রের চির বৈরী বলে পরিচিত) রাশিয়া, চীন ও ইরান ছাড়াও আরও অনেক দেশই এই পথে হাঁটছে।’

রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার স্পেসের ওই আলোচনায় বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যের মধ্যে গুণগত পরিবর্তনের কথা উল্লেখ করেন। বিশেষ করে উদাহরণ হিসেবে তিনি ব্রিকস জোটের দেশগুলোর কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘এসব দেশ বাণিজ্যের ক্ষেত্রে ডলারকে প্রাধান্য না দেওয়ার চেষ্টা করছে, এটি তারা নিজ থেকে বেছে নেয়নি। কিন্তু ইউক্রেনকে কেন্দ্র করে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞামালার মাধ্যমে এই সিদ্ধান্ত নিতে তাদের বাধ্য করা হয়েছে।’

টেসলার প্রধান নির্বাহী বলেন, ‘ব্রাজিল বা ভারতের মতো অনেক দেশই রাশিয়ার সঙ্গে এখনো লেনদেন করতে চায়। কিন্তু তারা এটি ডলারে করতে পারবে না, তার মানে হলো—আমরা তাদের ডলারের বদলে অন্য কোনো মুদ্রায় লেনদেন করতে বাধ্য করছি। এর মাধ্যমে বিশ্বজুড়ে ডলারের প্রাধান্য হ্রাস পাচ্ছে।’

বিশ্বের বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অর্থনীতিবিদ বারবার সতর্ক করে বলেছেন, ডলারভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আধিপত্য ও মার্কিন আগ্রাসী অর্থনৈতিক নীতি বিশ্বজুড়ে অনেক দেশকেই ডলারে লেনদেন বাতিল করতে ও বাণিজ্যে স্থানীয় মুদ্রা ব্যবহারে উৎসাহিত করবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //