ক্যান্সারে আক্রান্ত রাজা চার্লস

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। গতকাল (সোমবার) তার চিকিৎসা শুরুর কথা জানিয়েছে বাকিংহাম প্যালেস। খবর বিবিসির। 

প্যালেস জানায়, প্রোস্টেট বেড়ে যাওয়ায় সম্প্রতি হাসপাতালে রাজার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। সেখানে তার এক ধরনের ক্যান্সার শনাক্ত করা হয়েছে। তবে সেটা কী ধরনের ক্যান্সার তা গণমাধ্যমে নিশ্চিত করা হয়নি। 

রাজা তার ক্যান্সার শনাক্তের খবর দুই ছেলেকেই নিজে জানিয়েছেন। বড় ছেলে প্রিন্স উইলিয়াম তার বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। 

এমতাবস্থায় ছোট ছেলে প্রিন্স হ্যারি খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে ফিরে যাবেন। ২০২০ সালে রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর থেকে আমেরিকান স্ত্রী মেগান মার্কেল ও দুই সন্তানকে নিয়ে ক্যালিফোর্নিয়াতেই বসবাস করছেন হ্যারি।

৭৫ বছর বয়সী চার্লসকে আপাতত পাবলিক ইভেন্টগুলোতে অংশগ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তিনি রাষ্ট্রীয় সব দায়িত্ব পালন করে যাবেন এবং রীতি অনুযায়ী প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে সাক্ষাৎ করবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //