জাপানের দ্বিতীয় মহাকাশযানের সফল উৎক্ষেপণ

অবশেষে মহাকাশে রকেট উৎক্ষেপণের সফল হলো জাপান। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) মহাকাশে এইচ-৩ রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে দেশটি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

জাপানের মহাকাশ সংস্থা জানিয়েছে, গত বছরের ব্যর্থ প্রচেষ্টার পর, এবার সফল হলো তারা।

শনিবার এক বিবৃতিতে জাপানের মহাকাশ সংস্থা-অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ) জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ২২ মিনিটে দক্ষিণাঞ্চলীয় তানেগাশিমা মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে এইচ-৩ রকেটটি উৎক্ষেপণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী, এরই মধ্যে রকেটটি সফলভাবে কক্ষপথে পৌঁছেছে।  

সফল হলে আগামী দুই দশকে বছরে অন্তত ছয়বার এইচ-৩ রকেটটি উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে জেএএক্সএ।

এর আগে গত মার্চে এইচ-৩ নামের আরেকটি রকেট উৎক্ষেপণ করেও, ব্যর্থ হয় জাপান। রকেটে জ্বালানি প্রজ্বলন সংক্রান্ত সমস্যার কারণে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয় বলে জানায় জেএএক্সএ।

এইচ-৩ উৎক্ষেপণের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো মহাকাশে রকেট পাঠানোর রেকর্ড করল (জেএএক্সএ)। গত মাসে চাঁদে ল্যান্ডার এসএলআইএম পাঠিয়েছিল সংস্থাটি।

জেএএক্সএ এবং মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রির যৌথভাবে তৈরি করা এইচ-৩ রকেট হলো এইচ-২ এ লঞ্চ সিস্টেমের উত্তরসূরি যা ২০০১ সালে উদ্ভাবন করা হয়।

আগে দুইবার উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর এবার এইচ-৩ এর প্রজ্বলন পদ্ধতি উন্নত করা হয়। রকেটটি ছোট আকারের দুটি স্যাটেলাইট বহন করে। এ দুটি স্যাটেলাইটের একটি বিভিন্ন ছবি তুলে পাঠাবে যা দুর্যোগ প্রতিরোধে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। ইনফারেড রশ্মি শনাক্ত করার জন্য অন্য স্যাটেলাইটে একটি সেন্সর যুক্ত করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //