ইরাকে সমকামিতা ‘শাস্তিযোগ্য অপরাধ’, পাস হলো বিল

ইরাকের পার্লামেন্টে সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে একটি বিল পাস হয়েছে। নতুন এই বিল অনুযায়ী, ইরাকে সমকামিতায় অভিযুক্ত ব্যক্তির ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এ ছাড়া ট্রান্সজেন্ডারদেরও তিন বছরের কারাদণ্ড হতে পারে। এদিকে এই বিলের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

গতকাল শনিবার (২৪ এপ্রিল) এই বিলটি পাস হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইরাকে ১৯৮৮ সালের পতিতাবৃত্তি বিরোধী আইন সংশোধনের ওপর পার্লামেন্টে বিলটি আনা হয়। ৩২৯ সংসদ সদস্যের মধ্যে ১৭০ জনই নতুন বিলটির পক্ষে ছিলেন।

এর আগে সমকামিতাবিরোধী এক খসড়া আইন করে ইরাক। যেখানে সমকামিতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছিলো। পরে এটিকে বিপজ্জনক আখ্যা দিয়ে প্রচারণা শুরু করে মানবাধিকার সংগঠনগুলো।

ইরাকে সমকামিতা নিষিদ্ধ, তবে আগে এর বিরুদ্ধে দেশটিতে কোনো নির্দিষ্ট আইন ছিলো না।

হিউম্যান রাইটস ওয়াচের ইরাকবিষয়ক গবেষক সারাহ সানবার বলেছেন, নতুন এই আইন একটি ভয়ঙ্কর বিষয়। এটি মানবাধিকারের ওপর আক্রমণ।

উল্লেখ্য, আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটার তথ্য অনুসারে, বিশ্বের ৬০টিরও বেশি দেশে সমকামিতা বিষয়টি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। অপরদিকে এটির বৈধতা দিয়েছে ১৩০টির বেশি দেশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //