ইরাকি টিকটকার ওম ফাহাদকে গুলি করে হত্যা

ইরাকি জনপ্রিয় টিকটকার ওম ফাহাদকে বাগদাদে গুলি করা হত্যা করা হয়েছে। 

গত শুক্রবার (২৬ এপ্রিল) বাগদাদের পূর্ব জায়েন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সমাজিক যোগাযোগমাধ্যমের এ প্রভাবশালী তারকার হত্যার খবর নিশ্চিত করেছে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও।

এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় একজন তারকা অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। তার হত্যাকাণ্ড তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওম ফাহাদের প্রকৃত নাম গুফরান সাওয়াদি। তিনি তার গাড়িতে চড়ে যাচ্ছিলেন। তার গাড়ির পাশ দিয়ে একটি মোটরসাইকেলে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে অজ্ঞাত বন্দুকধারী তাকে গুলি করে। একটি নিরাপত্তা সূত্র এএফপিকে বলেছে, মোটরসাইকেলের আরোহী একজন ‘ফুড ডেলিভারি ম্যান’ ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মার্কিন মালিকানাধীন আল হুরা বার্তা সংস্থা জানিয়েছে, হামলায় আরেক নারীও আহত হয়েছেন। তবে তার বিস্তারিত পরিচয় জানায়নি আল হুরা।

টিকটকে পশ্চিমা পোশাক পরে পপ মিউজিকের সঙ্গে নাচের ভিডিও পোস্ট করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন ওম ফাহাদ। টিকটকে তার হাজারও ফলোয়ার রয়েছে।

ইরাকের আদালত ‘শালীনতা ও জনসাধারণের নৈতিকতা’ ক্ষুণ্ন করে এমন ভিডিও শেয়ার করার জন্য গত বছর ওম ফাহাদকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলো। 

স্বাধীন ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটর বলেছে, ‘ইরাকি বার্বি’ নামে পরিচিত আরেক টিকটক সেলিব্রেটি ডালিয়া নাঈমের সঙ্গে ফাহাদের দ্বন্দ্ব ক্রমশ বাড়ছিলো। ডালিয়া সম্প্রতি ইরাকি কর্মকর্তাদের সঙ্গে ফাহাদের সম্পর্ক প্রকাশ করার হুমকিও দিয়েছিলো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //