সুইম স্যুট ফ্যাশন শোর আয়োজন করলো সৌদি আরব

প্রথমবারের মতো সুইম স্যুট (সাঁতারের পোশাকের) ফ্যাশন শোর আয়োজন করেছিলো সৌদি আরব। 

গতকাল শুক্রবার (১৭ মে) এই ঐতিহাসিক ফ্যাশন শোটির আয়োজন করা হয় দেশটিতে। 

এই ফ্যাশন শোয়ে মরক্কোর ডিজাইনার ইয়াসমিনা কানজালের তৈরি করা পোশাকে ফ্যাশন শোতে অংশ নেন মডেলরা। এর মধ্য দিয়ে সুইম স্যুটের মডেলদের সমন্বিত প্রথম এই ফ্যাশন শোয়ের আয়োজন করা হলো সৌদি আরবে। যেখানে পর্দানশীল পোশাকের পরিবর্তে উন্মুক্ত সুইমিং কস্টিউমে দেখা যায় মডেলদের।

এই ফ্যাশন শোটি সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত সেন্ট রেজিস রেড সি রিসোর্টে উদ্বোধনী রেড সি ফ্যাশন সপ্তাহের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়। রিসোর্টটি রেড সি গ্লোবালের অংশ, সৌদি আরবের ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির কেন্দ্রস্থলে তথাকথিত গিগা-প্রকল্পগুলোর একটি।

উল্লেখ্য, সৌদি আরবে নারীদের জন্য একাধিক বিধিনিষেধ রয়েছে। যা মেনে না চললে রয়েছে নানান ধরনের শাস্তির ব্যবস্থাও। সেই দেশের বিধিনিষেধের বেড়াজাল টোপকে সাঁতারের পোশাকে এই প্রথম ফ্যাশন শোয়ের আয়োজন করা হলো। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে।



সূত্র: এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //