ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে আর্থিক সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। শনিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আর্জেন্টাইন প্রেসিডেন্টের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছে হামাস। এতে ১২০০ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় সংগঠনটির যোদ্ধারা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আর্জেন্টিনাকে অবশ্যই আরেকবার পশ্চিমা সভ্যতার সঙ্গে যুক্ত হতে হবে।
এ বছরের ফেব্রুয়ারিতে প্রথম ইসরায়েল সফর করেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই। ওই সময় পবিত্র নগরী জেরুজালেমে গিয়ে তিনি ইহুদিদের সঙ্গে প্রার্থনা করেন। একই সঙ্গে জেরুজালেমে আর্জেন্টিনার দূতাবাস স্থানান্তরিত করার ঘোষণা দেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস সন্ত্রাসী সংগঠন আর্থিক সম্পত্তি জব্দ নির্দেশ আর্জেন্টিনা
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh