গতকাল রবিবার (২৮ জুলাই) ইসরায়েল সামরিক বাহিনী জানায়, তাদের যুদ্ধবিমান পূর্ব লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহর অস্ত্র ও অবকাঠামো লক্ষ করে হামলা চালিয়েছে। এছাড়া দেশটির বুর্জ এল-শেমালি, টায়ার, কাফর লিলা, রাব এল-থালাথাইন, খিয়াম ও তায়ের হারফায় হামলা চালানো হয়েছে।
ইসরায়েল দাবি করছে, হিজবুল্লাহর রকেট তাদের অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস এলাকার এক ফুটবল মাঠে আঘাত হানে। এতে ১২ শিশু ও কিশোর মারা যায়। ইসরায়েল এ ঘটনার কড়া জবাব দেবেও বলে জানিয়েছে। যদিও হিজবুল্লাহ এ হামলার দায় স্বীকার করেনি।
ইসরায়েল বলছে, হিজবুল্লাহ স্বীকার না করলেও এ হামলার পেছনে যে সত্তার দায় রয়েছে, সেটি তারাই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যে রকেট আমাদের ছেলে ও মেয়েদের হত্যা করেছে, সেটি ছিল ইরানের রকেট। শুধু হিজবুল্লাহই একমাত্র সন্ত্রাসী সংগঠন যাদের ওই রসদ রয়েছে।
ইসরায়েলের মিত্র বর্তমানে জাপান সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও বলেছেন, ওই রকেট যে হিজবুল্লাহ ছুঁড়েছে, সেরকম ইঙ্গিতই পাওয়া যাচ্ছে সব দিক থেকে।তবে তিনি কী ধরনের প্রমাণের ভিত্তিতে এ দাবি করেছেন, তা খোলাসা করেননি।
গতকাল রবিবার ইসরায়েল সামরিক বাহিনী জানায়, তাদের যুদ্ধবিমান পূর্ব লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহর অস্ত্র ও অবকাঠামো লক্ষ করে হামলা চালিয়েছে। এ ছাড়া দেশটির বুর্জ এল-শেমালি, টায়ার, কাফর লিলা, রাব এল-থালাথাইন, খিয়াম ও তায়ের হারফায় হামলা চালানো হয়েছে।
ফুটবল মাঠের এ হামলার ঘটনার জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে নিজের সফর সংক্ষিপ্ত করে দেতশে ফিরেছেন। গতকাল রবিবার বিকেলে ইসরায়েলি নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার সঙ্গেও বৈঠক করেছেন তিনি। মূলত ইসরায়েলের পক্ষ থেকে কী জবাব দেওয়া হবে, সেটি নিয়েই হয়েছে ওই বৈঠক।
এদিকে গত কয়েক মাসে একাধিকবার একে অন্যকে লক্ষ করে হামলা চালিয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। দুই পাশেই ক্ষয়ক্ষতি হয়েছে। এইসব পাল্টাপাল্টি হামলার কারণে লেবাননের সীমান্তবর্তী এলাকা ছেড়ে এরই মধ্যে চলে যেতে হয়েছে অনেক বাসিন্দাদের।
উল্লেখ্য, গত শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় গোলান মালভূমির মাজদাল শামসের ড্রুজ গ্রামের একটি মাঠে এই হামলার ঘটনাটি ঘটে। হিজবুল্লাহ এর আগে জানিয়েছিল, তারা ইসরায়েলি সামরিক অবকাঠামো লক্ষ করে আক্রমণ চালিয়েছে। কিছুক্ষণ পরেই তারা জানায়, ফুটবল মাঠে হয়ে যাওয়া ওই আক্রমণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা এটিকে বানোয়াট অভিযোগ বলেও দাবি করে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : লেবানন ইসরায়েলে হামলা নিহত নেতানিয়াহু
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh