রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে স্মরণকালের সর্ববৃহৎ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। যুদ্ধ শুরুর পর এ রকম ঘটনা এবারই প্রথম। কারস্ক অঞ্চলে অনুপ্রবেশের পর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছে বলে খবর এসেছে। খবর আল জাজিরার।
রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কো এবং তার আশপাশের এলাকা থেকে ১১টি ড্রোন ভূপাতিত করেছে। এ ছাড়া ক্রেমলিন থেকে মাত্র ৩৮ কিলোমিটার দূরের পোডোলস্ক শহর থেকেও বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে তারা।
মস্কোর মেয়র সের্গেই সোবানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘মস্কোর ওপর এটি এযাবৎকালে হওয়া সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।’
মস্কোতে ড্রোন হামলা বেশ বিরল ঘটনা। এর আগে ২০২৩ সালের মে মাসে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। ওই হামলার পরিসর এবারের তুলনায় ছোট হলেও সেবার অন্তত আটটি ড্রোন আঘাত হেনেছিল মস্কোতে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগের দিন রাতে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে নিক্ষেপ করা ইউক্রেনের মোট ৪৫টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ বাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এর মধ্যে মস্কো থেকে ১১টি, সীমান্তবর্তী অঞ্চল ব্রায়ানস্ক থেকে ২৩টি, বেলগরদ থেকে ৬টি, কালুগা থেকে তিনটি এবং কারস্কের আকাশ থেকে দুইটি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ক্রমাগত হামলার কারণে মস্কোর ভিনিকোভো, দুমোদেদুভো এবং ঝুকুভস্কি বিমানবন্দরের কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অবশ্য কয়েক ঘণ্টা পরেই বিমানবন্দরগুলোর কার্যক্রম আবার শুরু হয়।
কারস্কে ইউক্রেনীয় বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ৩০ ছাড়াল
রাশিয়ার কারস্ক প্রদেশে অনুপ্রবেশকারী ইউক্রেনীয় সেনাদের হাতে এ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৪৩ জন। কারস্কের প্রাদেশিক সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস বলছে, সর্বশেষ পরিসংখ্যানের তথ্যানুসারে সশস্ত্র বাহিনীর আক্রমণে ৩১ জন মারা গেছেন। এ ছাড়া ১৪৩ জনের বেশি আহত হয়েছেন ও এদের মধ্যে ৪ শিশুসহ ৭৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।’
৬ আগস্ট থেকে সীমান্তবর্তী রাশিয়ার কারস্ক অঞ্চলে অনুপ্রবেশ করে হামলা চালাচ্ছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই অনুপ্রবেশকে ‘বড় মাত্রার উসকানি’ এবং ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে উল্লেখ করেছেন।
অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী কারস্কে প্রবেশের পর এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রুশ হামলা থেকে বাঁচতে কারস্ক প্রদেশকে বাফার জোন (দুই রাষ্ট্রের মধ্যবর্তী মুক্তাঞ্চল) করার পরিকল্পনা নিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। সেই পরিকল্পনার অংশ হিসেবে সেখানে প্রবেশ করেছে সেনারা।
সূত্র: আল-জাজিরা
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাশিয়া মস্কো ড্রোন হামলা ইউক্রেন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh