বাংলাদেশ বিষয়ে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ বৈঠক

দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান অস্থিতিশীল রাজনীতি ও প্রতিবেশি রাষ্ট্রগুলোতে ক্ষমতার পট পরিবর্তনের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে নিজেদের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে বৈঠক করবেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা।

জানা গেছে, চারদিনের ওই বৈঠকে বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তন এবং এ অঞ্চলের সার্বিক নিরাপত্তার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পাবে। পাশাপাশি চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে দেয়া সামরিক সহায়তার বিষয়েও আলোচনা হবে বলে ভারতের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই। খবর এনডিটিভি

এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে নয়াদিল্লির নতুন নৌ সদর দপ্তরে চার দিনব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই প্রথম সম্মেলন হতে চলেছে।

এর আগে লখনউতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আহ্বান জানান। তার কয়েকদিন পর এই বৈঠকের ঘোষণা আসলো। নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সভায় আলোচনার জন্য নেয়া হবে বলে জানিয়েছে গণমাধ্যমটি।

এই বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী বেশ কিছু সাফল্য অর্জন করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে এডেন উপসাগরে নৌবাহিনীর চালানো কার্যক্রমও পর্যালোচনা করা হবে। মূলত ভারতীয় বাহিনী বছরে দু’বার তাদের কমান্ডার সম্মেলন করে, যেখানে সব সিনিয়র অফিসার তাদের তথ্যাবলী উপস্থাপন করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh