মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরান সফরে গেলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) ইরানের নেতাদের সঙ্গে আলোচনা করতে তিনি তেহরান পৌঁছান।
এক প্রতিবেদনে রুশ সংবাদ সংস্থা তাস ও মেহের নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে রুশ প্রধানমন্ত্রী তেহরানে অবস্থান করছেন। সফরে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
দুই পক্ষের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং মানবিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে দুই দেশের সংবাদমাধ্যম।
এছাড়াও পরিবহন, জ্বালানি এবং শিল্প খাতে যৌথ প্রকল্পগুলোতে বিশেষ মনোযোগ দেওয়ার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh