প্রতিবারের মত এবারের বর্ষবরণকে ঘিরে দক্ষিণ কোরিয়াজুড়ে নেই কোন উৎসবের আমেজ। আতশবাজি, লেজার লাইটের আকর্ষণীয় আলোয় ঝলমল করা দেশটি শোকের ছায়ায় আচ্ছন্ন। ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জনের মৃত্যু এবার নতুন বছরের খুশি যেন ম্লান করে দিয়েছে।
এবার দক্ষিণ কোরিয়ার কোথাও ইংরেজি নতুন বছর উদযাপন করা হয়নি। বিমান বিধ্বস্ত ও প্রাণহানির ঘটনায় গোটা দেশে ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ।
খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেশটিতে এবার রাত ১২টায় সিউলের রেড রোড কাউন্টডাউন ইভেন্ট, স্কাই পার্ক সানরাইজ ফেস্টিভ্যাল, সিওডাইমুন শহরে সিনচন কাউন্টডাউন কনসার্ট ও আনসানে উইশ সানরাইজ ইভেন্ট বাতিল করা হয়েছে। সেই সঙ্গে দেশটির বিভিন্ন স্থানের সূর্যোদয় ঘিরে নানা আয়োজনও বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, রবিবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিটে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬। এতে উজোজাহাজটির ১৮১ জন আরোহীর ১৭৯ জনই নিহত হন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh