সিরিয়ায় আন্তর্জাতিক ফ্লাইট শুরু

সিরিয়ায় গতমাসে বিদ্রোহী অভিযানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর দেশটির রাজধানী দামেস্কের বিমানবন্দরে অবতরণ করেছে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট।

গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় দামেস্কের স্থানীয় সময় দুপুরের দিকে কাতার থেকে আসা এই ফ্লাইট অবতরণ করে। বিমানবন্দরে যাত্রীরা নামার পর তাদেরকে আনন্দ-উল্লাস করতে দেখা গেছে। কেউ কেউ সিরিয়ার স্বাধীনতার তিন-তারকা পতাকা মুড়ে ছিল।

দীর্ঘ যুদ্ধ ও সংঘাতের পর সিরিয়ার নতুন সরকারের অধীনে দামেস্ক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় শুরু হওয়ার  ঘটনাটিকে দেশটির পুনর্গঠনের এক নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা। 

গত মাসে বাশার আল-আসাদের সরকারকে উৎখাতের পর দেশটির গুরুত্বপূর্ণ এ বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছিল। 

সিরিয়ান এয়ারলাইনসের একটি বিমান সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এছাড়া, কাতার এয়ারওয়েজ জানায় তারা সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। সিরিয়ার নতুন সরকার দেশের প্রধান দুটি বিমানবন্দর, দামেস্ক এবং আলেপ্পো পুনর্গঠনের ওপর গুরুত্ব দিচ্ছে। 

দামেস্ক বিমানবন্দরের পরিচালক আনিস ফালাও বলেন, ‘আজ নতুন করে সবকিছু শুরু হলো। আমরা ফ্লাইট আগমন ও বহির্গমন শুরু করেছি।’

সিরিয়ার নতুন সরকার আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী করতে কাজ করছে। তবে কঠোর নিষেধাজ্ঞার কারণে তেল এবং খাদ্য আমদানিতে সমস্যা দেখা দিচ্ছে। দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারের পরিস্থিতি এখনও অস্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে। দেশটিতে মানবিক সহায়তা দেয়ার জন্য নেওয়া হয়েছে এ পদক্ষেপ।

এর আগে, গত ৮ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় হায়াত তাহরির আল-শাম ও আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী। উদ্ভূত পরিস্থিতিতে বিমানে করে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh