৬ দেশের ভারতীয়দের অন-অ্যারাইভাল ভিসা দেবে আমিরাত

নতুন করে ৬টি দেশের প্রবাসী ভারতীয়দের অন-অ্যারাইভাল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 

এই দেশ ছয়টি হলো সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডা।

আমিরাতের পরিচয়পত্র, নাগরিকত্ব, কাস্টমস এবং বন্দর সুরক্ষা কর্তৃপক্ষের (আইসিপি) দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ।

এই ছয় দেশের প্রবাসী ভারতীয়রা তাদের পাসপোর্ট, রেসিডেন্ট পারমিট কিংবা গ্রিনকার্ড প্রদর্শন করলেই আমিরাতের যে কোনো প্রবেশ পয়েন্ট থেকে অন-অ্যারাইভাল ভিসা পাবেন বলে জানিয়েছে আইসিপি।

বিবৃতিতে আইসিপি বলেছে, “ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের যে দীর্ঘদিনের সম্পর্ক এবং বন্ধন, তার প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা আশা করছি, এই ৬ দেশের প্রবাসী যেসব ভারতীয় আমিরাত সম্পর্কে আগ্রহী, সরকারের এই উদ্যোগ তাদের এই দেশে ভ্রমণকে সহজতর করবে এবং এই দেশে বসবাস, কাজ এবং বিনিয়োগ করতে তাদের উৎসাহিত করবে।”

এর আগে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়েনের অন্তর্ভুক্ত ২৭টি দেশ এবং যুক্তরাজ্যে প্রবাসী ভারতীয়রা এই সুযোগ পেতেন। এখন এই তালিকায় যুক্ত হলো নতুন এই ৬টি দেশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh