তুরস্কের সঙ্গে যুদ্ধবিরতিতে পিকেকে

তুরস্কের সঙ্গে দীর্ঘ ৪০ বছরের লড়াইয়ের অবসান ঘটাতে যাচ্ছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পিকেকের কারাবন্দী নেতা আবদুল্লাহ ওকালানের নিরস্ত্রীকরণের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধবিরতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সংগঠনটি। পিকেকে-পন্থী সংবাদ সংস্থা এএনএফে শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটির এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, 'নেতার (ওকালান) শান্তি ও গণতান্ত্রিক সমাজের আহ্বানের সঙ্গে আমরা একমত। আমরা আজ থেকে কার্যকর যুদ্ধবিরতি ঘোষণা করছি।'

এই যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে নিশ্চয়তা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা এটি অনুসরণ ও বাস্তবায়ন করব। আক্রমণ না হলে- আমাদের কোনো বাহিনী সশস্ত্র পদক্ষেপ নেবে না।' এর আগে গত বৃহস্পতিবার কারাগার থেকেই আবদুল্লাহ ওকলান কয়েক দশক ধরে চলা সংঘাতের অবসানের জন্য পিকেকে সংগঠনকে বিলুপ্তি এবং যোদ্ধাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান। পিকেকে'র পক্ষ থেকে বলা হয়েছে, তারা আশা করছে ১৯৯৯ সাল থেকে বন্দী থাকা ওকলানকে মুক্তি দেবে তার্কিশ কর্তৃপক্ষ। যাতে তিনি সংগঠনটির নিরস্ত্রীকরণে নেতৃত্ব দিতে পারেন।

তবে পিকেকে এখনও জানায়নি কবে নাগাদ দল ভেঙে দেওয়া ও অস্ত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে।তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান পিকেকে নেতার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেছেন, 'আমাদের বাড়িয়ে দেওয়া হাতে যদি কামড় দেওয়া হয়, তবে তা বজ্রমুষ্ঠি হয়ে যাবে।'


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh