মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুথিদের ওপর মার্কিন বিমান হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ চালানো বিমান হামলায় ১৬ জন হুথি সদস্য নিহত হয়েছে।
বুধবার গভীর রাতে নতুন মার্কিন হামলা ও প্রাণহানির তথ্য জানিয়েছে হুথি-সমর্থিত সংবাদ সংস্থা সাবা নিউজ এজেন্সি। তবে, এই হামলার সুনির্দিষ্ট পরিস্থিতি, সময় বা সঠিক অবস্থান সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানায়নি তারা।
এর আগে মার্কিন বিমান হামলায় রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন এলাকায় সাত নারী ও দুই শিশু আহত হয়েছে।
হামলাগুলো সা’দা, আল-জাওফ প্রদেশের আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস-সাওয়াদিয়াহ জেলায় আঘাত হানে বলে জানিয়েছে হুথি-সমর্থিত আল-মাসিরাহ টিভি।
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি হুথিদের বিরুদ্ধে একটি ‘বড় আক্রমণের’ নির্দেশ দিয়েছেন।
তখন থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি হুথি প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন বিমান হামলাগুলোতে ৫৩ জন নিহত এবং ১০৭ জন আহত হয়েছে, যার মধ্যে নারী ও শিশুও আছে।
ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে ১৯ জানুয়ারি সংঘটিত যুদ্ধবিরতির পর ইয়েমেনে প্রথম মার্কিন বিমান হামলা এটি।
গাজার মানুষের প্রতি সংহতি ও ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে হুথি গোষ্ঠী ২০২৩ সালের শেষ দিক থেকে লোহিত সাগর, আরব সাগর, বাবেল-মান্দেব প্রণালী এবং এডেন উপসাগর দিয়ে যাওয়া ইসরায়েল-সংযুক্ত জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর তারা হামলা বন্ধ রাখে। তবে ২ মার্চ ইসরায়েল গাজায় সব ধরনের মানবিক সহায়তা অবরুদ্ধ করার পর হুথিরা তাদের হামলা আবার শুরু করার হুমকি দেয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মধ্যপ্রাচ্য ইয়েমেন হুথি মার্কিন বিমান হামলা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh