বিভিন্ন মামলায় বর্তমানে কারাভোগ করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। ক্ষমতাসীন দল খানকে অন্যায়ভাবে জেলে রেখেছে বলে অভিযোগ আছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী; জানতে চাইলে প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। একই সঙ্গে কিছু দেশের ওপর সম্ভাব্য প্রবেশ নিষেধাজ্ঞার খবরটিও প্রত্যাখ্যান করেছেন তিনি।
বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসকে ইমরান খানের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমরা অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করি না। আপনি যদি আরও বিশদ জানতে চান, তাহলে হোয়াইট হাউসকে জিজ্ঞাসা করতে পারেন।’
পাকিস্তানের রাজনৈতিক উন্নয়ন, বিশেষ করে ইমরান খানের চলমান আইনি লড়াই সম্পর্কে ওয়াশিংটনের অবস্থান নিয়ে ক্রমবর্ধমান জল্পনা-কল্পনার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এই মন্তব্যটি করেছেন।
এছাড়াও সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে পাকিস্তানের নামও আছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে ব্রুস জানান, তালিকাটির অস্তিত্ব নেই।
ব্রুস বলেন, ‘বেশ কয়েক দিন ধরে প্রচারিত হওয়া তালিকাটির অস্তিত্ব নেই। তবে ভিসা নীতি মূল্যায়ন এবং প্রবেশের যোগ্যতা নির্ধারণের জন্য একটি নিরাপত্তা পর্যালোচনা চলছে। পর্যালোচনা সম্পন্ন হলে, আমরা আরও মন্তব্য করতে পারব।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ইমরান খান যুক্তরাষ্ট্র ট্যামি ব্রুস নিষেধাজ্ঞা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh