যুক্তরাষ্ট্র যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি অনুসারে ইরানে হামলা করে- তবে এর শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
যুক্তরাজ্য ভিত্তিক ফার্সি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাস শেষ হওয়া উপলক্ষে দেওয়া এক টেলিভিশন ভাষণে সোমবার এমনটাই বলেছেন খামেনি।
তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন ঠিক একদিন আগেই যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, “ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে যদি কোনো চুক্তি না হয়, তাহলে বোমা পড়বে—এবং তা হবে এমন বোমা, যা ইরান আগে কখনো দেখেনি।”
এর জবাবে খামেনি তার বক্তব্যে বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রুতা সবসময় ছিল। তারা আমাদের উপর হামলা করার হুমকি দেয়, আমরা যদিও তা বাস্তবসম্মত মনে করি না। তবে যদি তারা আসলেই কোনো অশান্তি সৃষ্টি করে, তাহলে কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।”
তিনি আরও বলেন, “যদি শত্রুরা মনে করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে, তবে ইরানি জাতি তাদের উপযুক্ত জবাব দেবে।”
এ সময় মঞ্চে উপস্থিত জনতা 'আমেরিকার মৃত্যু' স্লোগান দিতে থাকে।
খামেনি এবারের ভাষণের সময় একটি রাইফেল সঙ্গে রেখেছিলেন, যা ১৯৮০-এর দশকের ঐতিহ্যের সঙ্গে মিল ছিল। যখন ধর্মীয় নেতারা প্রকাশ্যে অস্ত্র ধারণ করে বক্তব্য দিতেন।
তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তার বক্তব্যে 'বিশৃঙ্খলা' শব্দটি দিয়ে কী বোঝাতে চেয়েছেন- তা স্পষ্ট করেননি। ইরান সরকার প্রায়ই নিজেদের দেশে হওয়া আন্দোলনের জন্য পশ্চিমা সরকারগুলোকে দায়ী করে থাকে।
২০২২ সালে সঠিক নিয়মে হিজাব পরিধান না করায় গ্রেপ্তার করা হয়েছিল ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনিকে। পরে নৈতিকতা পুলিশের হেফাজতে তার মৃত্যু হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। ইরান সরকার সে আন্দোলন কঠোর হাতে দমন করেছিল এবং আন্দোলনে ইন্ধন দেওয়ার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল।
এদিকে গত রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, পরমাণু প্রযুক্তি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী নয় তার দেশ। তবে পরোক্ষ আলোচনা হতে পারে। তিনি বলেন, “ট্রাম্পের চিঠির বিপরীতে সর্বোচ্চ নেতার জবাব ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। সরাসরি আলোচনায় ইরান আগ্রহী নয়, তবে পরোক্ষ আলোচনা চলতে পারে।”
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বরাবরই বলে আসছে, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান। তবে ইরান তা অস্বীকার করেছে। তেহরান বলছে, তার পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। তবে কোনো চাপের মুখে তারা এই কর্মসূচি ত্যাগ করবে না।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh