যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউভুক্ত দেশগুলোর ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের জবাব হিসেবে এই প্রস্তাব তোলা হয়েছে। তবে মার্কিন বোরবন হুইস্কি শুল্কের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ইউরোপীয় অ্যালকোহল শিল্পকে রক্ষার জন্যই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সয়াবিন, পোলট্রি, চাল, ভুট্টা, বিভিন্ন ফল, বাদাম, কাঠ, মোটরসাইকেল, প্লাস্টিক পণ্য, টেক্সটাইল সামগ্রী, চিত্রকর্ম, ইলেকট্রিক যন্ত্রপাতি এবং প্রসাধনীসহ নানা পণ্য এই শুল্কের আওতায় পড়বে। তবে ফ্রান্স ও ইতালির সরাসরি আবেদনের পরিপ্রেক্ষিতে বোরবন হুইস্কিকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই দুই দেশ ইউরোপের অ্যালকোহল পণ্য বিশেষ করে ওয়াইনের প্রধান রপ্তানিকারক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় অ্যালকোহল পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দেওয়ায় ফ্রান্স ও ইতালি বিশেষভাবে উদ্বিগ্ন ছিল।
ইইউ সদস্য দেশগুলোর কাছে এই প্রস্তাবিত শুল্ক তালিকা পাঠানো হয়েছে এবং বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে মে মাসের মধ্যেই বেশিরভাগ পণ্যে এই শুল্ক কার্যকর হবে। তবে কাঠবাদামসহ কিছু নির্দিষ্ট পণ্যে শুল্ক আরোপ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে।
গত মাস থেকেই যুক্তরাষ্ট্র ইইউর ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসিয়েছে। এরই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন এই পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন পণ্যে ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিলেও ইইউ তখনই কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়নি।
ইউরোপীয় ইউনিয়নের প্রাথমিক হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির ফলে ইইউভুক্ত দেশগুলোর প্রায় ২৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্য সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।
ইইউর বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিক বলেন, “সদস্য রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষায় আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করছি। এই শুল্কের আওতায় ২৮ বিলিয়ন ডলারের বেশি পণ্য অন্তর্ভুক্ত হবে না।”
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh