শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপকে ‘একচেটিয়া মাস্তানি’ হিসেবে অভিহিত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধ’ ঠেকানোর লড়াইয়ে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) চীনের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার বেইজিংয়ে চীন সফররত স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে সাথে নিয়ে শি বলেন, “শুল্ক যুদ্ধে কোনো বিজয়ী নেই এবং চীন নিপীড়নকে ভয় পায় না।”
চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে ‘শুল্ক যুদ্ধ’ শুরু হওয়ার পর এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করলেন শি।
ইউইয়ের প্রতি সরাসরি আবেদন জানিয়ে তিনি বলেন, “চীন ও ইউরোপীয় ব্লকের উচিত তাদের আন্তর্জাতিক দায়িত্ব পালন করা এবং একতরফাভাবে হুমকির বিরুদ্ধে যৌথভাবে প্রতিরোধ করা।”
ওয়াশিংটন এই বছর চীনা আমদানির ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার ফলে কার্যকর শুল্ক হার প্রায় ১৫৬ শতাংশে পৌঁছেছে। ইতোমধ্যে, মার্কিন পণ্যের ওপর বেইজিংয়ের নতুন শুল্ক ৮৪ শতাংশে উন্নীত হয়েছে, যা পূর্বে আরোপিত শুল্কের ওপরেও রয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করল চীন। এটি শনিবার থেকে কার্যকর হবে।
শি সানচেজকে বলেন, “শুল্ক যুদ্ধে কোনো বিজয়ী নেই এবং বিশ্বের বিরুদ্ধে দাঁড়ানোর ফলে শেষ পর্যন্ত আত্ম-বিচ্ছিন্নতা তৈরি হয়। সাত দশকেরও বেশি সময় ধরে, চীনের প্রবৃদ্ধি আত্মনির্ভরশীলতা এবং কঠোর পরিশ্রমের ওপর দাঁড়িয়ে আছে। চীন কখনও অন্যের অনুগ্রহের ওপর নির্ভর করে না এবং অযৌক্তিক দমন-পীড়নের মুখে পিছু হটে না। বাইরের পরিবেশ যেভাবেই বদলাক না কেন, চীন তার দৃঢ় সংকল্প এবং মনোযোগ বজায় রাখবে। দক্ষতার সাথে নিজস্ব বিষয় পরিচালনার জন্য নিজেকে উৎসর্গ করবে।”
ট্রাম্পের ব্যাপক শুল্ক ঘোষণার পর সানচেজই প্রথম ইউরোপীয় নেতা যিনি চীন সফর করলেন।
চীন স্প্যানিশ শুয়োরের মাংসের জন্য একটি বিশাল বাজার, যা দেশের মোট শুয়োরের মাংস আমদানির ২০ শতাংশেরও বেশি।
বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন যে চীন এবং স্পেনের মধ্যে বাণিজ্য গত বছর ৫০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এছাড়া চীনে স্পেনের রপ্তানি ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শি জিনপিং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র চীন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh