শ্রমিকদের বেতন-বোনাস ২৫ জুলাইয়ের মধ্যে পরিশোধের আহবান

দেশের ৪২টি সেক্টরে শ্রমিকদের বেতন-বোনাস আগামী ২৫ জুলাইয়ে মধ্যে পরিশোধের আহবান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মালিকদের প্রতি এ আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় স্কপ নেতৃবৃন্দ বলেন, সরকার পাটকলগুলো বন্ধ করে দিয়ে আধুনিকায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করার দাবি জানাই।

স্কপ নেতৃবৃন্দের এমন দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, এটা সরকারের সিদ্ধান্ত।  বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের স্বার্থে পাট শিল্প যেন আরও ভালোভাবে চলে সরকার সেই ব্যবস্থা নেবে। পাটকল আধুনিকায়ন করা হলে পাটকলের বর্তমান শ্রমিকরা অগ্রাধিকার পাবেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, পাটকল শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়ে শ্রম মন্ত্রণালয় খেয়াল রাখবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //