বন্ধ ১১৭ কারখানা, বেকার ৪৪ হাজার শ্রমিক

করোনা শুরুর পর বিশ্বব্যাপী পণ্যের চাহিদা কমে যাওয়ায় রফতানিমুখী কারখানাগুলো ব্যাপক চাপে পড়েছে। এর ফলে অন্তত ১১৭টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে।বন্ধ হওয়ায় এসব কারখানার ৪৪ হাজার শ্রমিক কাজ হারিয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জানিয়েছে- বন্ধ হওয়া কারখানার বেশির ভাগই ছোট মূলধনের কারখানা। করোনার ধাক্কায় রফতানি আদেশ স্থগিত হওয়ায় আর্থিক চাপ সইতে না পেরে এসব কারখানা বন্ধ হয়েছে।

এদিকে, করোনার ধাক্কায় বাতিল বা স্থগিত হয়েছে ৩০০ কোটি ডলারের রফতানি আদেশ। পরিস্থিতি সামাল দিতে কয়েক ধাপে এ খাতের জন্য প্রণোদনা হিসেবে সরকারের পক্ষ থেকে ঋণ সহায়তা দেয়া হয়েছে ১০ হাজার কোটি টাকার বেশি।

যদিও গত জুন থেকে রপ্তানি আদেশ বাড়ার ফলে এখন ভালো অবস্থানে ফিরতে শুরু করেছে তৈরি পোশাক খাত। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে রফতানি প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। বর্তমানে সব মিলিয়ে ৩ হাজার ৭৫৬টি গার্মেন্টস কারখানা চালু রয়েছ। রপ্তানি আয়ের ৮৪ শতাংশই আসে এ খাত থেকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //