নতুন মজুরি বোর্ড গঠনের দাবি পোশাকশ্রমিকদের

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন পোশাকশ্রমিকরা। একইসাথে বেতন-ভাতাসহ নতুন মজুরি বোর্ড গঠনের দাবিও তুলেছেন তারা।

গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে শ্রমিকরা বলেন, তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা করে ২০১৮ সালে মজুরি বোর্ড ঘোষণা করা হয়েছিল। এরপর চার বছর পেরিয়ে গেলেও তাদের আর মজুরি বাড়ানো হয়নি। অথচ গত চার বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ প্রতিটি সেবার দাম বেড়েছে।

তারা আরো বলেন, প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে পোশাক খাতের শ্রমিকরা আজ দুর্বিষহ জীবনযাপন করছেন। শ্রমিকরা বাঁচল না মরল, তা নিয়ে বর্তমান সরকার বা মালিকপক্ষের কোনো মাথাব্যথা নেই। তাই নিজেদের অধিকার আদায়ে শ্রমিকদেরই আন্দোলন গড়ে তুলতে হবে।

এসময় শ্রমিকদের অধিকার আদায়ে সব ট্রেড ইউনিয়নকে এগিয়ে আসার আহ্বান জানান শ্রমিক নেতারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //