গাজী টায়ারসে আগুন: সড়ক অবরোধে নিখোঁজদের স্বজনরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় গত ৫ আগস্ট হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় নিখোঁজদের সন্ধানে বিক্ষোভ করেছেন স্বজনেরা। আজ রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে আধা ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ করেন তারা। 

এ সময় তাদের হাতে দেখা যায় নিখোঁজ ব্যক্তিদের ছবি ও জাতীয় পরিচয়পত্র। সড়ক অবরোধের কারণে যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন বিভিন্ন পরিবহনের যাত্রীরা। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাৎ করেন। অবিলম্বে নিখোঁজদের বিষয়ে সুনির্দিষ্ট ও সঠিক তথ্য প্রদান করতে প্রশাসনের প্রতি দাবি জানান স্বজনেরা।

নিখোঁজ স্বজনরা বলেন, গত ২৫ অগাস্ট রাতে রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনার পর থেকে তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছে। নিখোঁজের চার মাসেও তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন। প্রশাসনের লোকজন বলছে তারা বেঁচে নেই। কিন্তু তাদের মরদেহ কিংবা দেহাবশেষ কিছুই দিচ্ছে না। আমরা পরিবারের নিখোঁজদের সন্ধান চাই।

জেলা প্রশাসক জানান, আগুনের ঘটনায় স্বজনদের দেয়া নিখোঁজদের তালিকা যাচাই করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে পুলিশও তদন্ত করছে।

এছাড়া স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৮২ জন নিখোঁজ উল্লেখ করে রূপগঞ্জ থানায় একটি জিডি হয়েছে। সার্বিক বিষয় নিয়ে পুলিশের একাধিক টীম তদন্ত করছে বলে জানান জেলা পুলিশ সুপার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh