ইসলাম গ্রহণ করলেন বিখ্যাত ইউটিউবার জে কিম

ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিখ্যাত ইউটিউবার জে কিম

ইসলাম_ধর্ম_গ্রহণ_করলেন_বিখ্যাত_ইউটিউবার_জে_কিম ইসলাম গ্রহণের পর জে কিম বলেন: আমি আগে অনেক পাপ করেছি, এখন তওবা করে শুদ্ধ হতে চাই...

ইসলাম ধর্ম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইউটিউবার ও ব্লগার জে কিম। জে কিম গত সপ্তাহে ইসলাম গ্রহণ করার পর নবী হযরত দাউদ (আ.) এর সঙ্গে মিলিয়ে নিজের নাম রেখেছেন দাউদ কিম।

এছাড়া বিখ্যাত এই ইউটিউবার ইসলাম গ্রহণের মুহূর্তটির একটি ভিডিও আপলোড করেছেন তার ইউটিউব চ্যানেলে। সেটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, একজন ধর্মীয় বিজ্ঞ ব্যাক্তি (আলেম) ঈমানের প্রাথমিক বিষয়গুলো তাকে শেখাচ্ছেন। সেটি মগ্ন হয়ে শুনছেন জে কিম।

ইসলাম গ্রহণের ব্যাপারে জে কিম তার জানান, ‘ইসলাম ধর্মের প্রতি যখন থেকে আমি আগ্রহী হলাম, তখন থেকে আমার জীবনের অনেক কিছুই বদলাতে শুরু করলো। আমি এখনো পুরোপুরি প্রস্তুত নই, তবুও একটু একটু করে ভালো মুসলিম হয়ে উঠব। যদিও আমি আগে অনেক পাপ করেছি, এখন তওবা করে শুদ্ধ হতে চাই।

ইসলাম গ্রহণের পর জে কিম আরো লিখেন, যদিও আমি জন্মগত মুসলিম নই। কিন্তু আমার বিশ্বাস- আল্লাহ সব সময় আমার সঙ্গেই আছেন। সঠিক পথ দেখানোর জন্য আল্লাহকে ধন্যবাদ।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //