সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের রিয়াদে বহুতল ভবন থেকে পড়ে মাহমুদ আলম (৩৮) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় গতকাল রবিবার (৭ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মাহমুদ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর সোনাকান্দা এলাকার ফজলু মিয়ার ছেলে।

মাহমুদের সহকর্মীরা ফোন করে তার স্বজনদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম আজ সোমবার (৮ জুন) সকালে বলেন, রিয়াদে একটি বহুতল ভবনে কাজ করার সময় সেখান থেকে পড়ে গিয়ে মাহমুদ মারা গেছেন। তার দুই ছেলে ও স্ত্রী রয়েছে।

এদিকে স্বজনরা জানিয়েছে, মাহমুদের লাশ ফেরত পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তারা এ ব্যাপার সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন। -ইউএনবি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //