আবুধাবি থেকে দ্বিতীয় ধাপে ফিরলেন ১৫২ বাংলাদেশি

করোনাভাইরাসের কারণে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আটকা পড়া আরো ১৫২ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

তাদের বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ বুধবার (১ জুলাই) সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করে।

আবুধাবিতে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটের মাধ্যমে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

আবুধাবি থেকে আসা সব যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।

কভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস ধরে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকা পড়েছিলেন বাংলাদেশি অনেক নাগরিক। -ইউএনবি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //